Showing posts with label ইসলামিক স্থাপত্য নিদর্শন (Islamic architectural Sign). Show all posts
Showing posts with label ইসলামিক স্থাপত্য নিদর্শন (Islamic architectural Sign). Show all posts

Wednesday, July 10, 2013

মসজিদে জীন, মক্কার ঐতিহাসিক নিদর্শন

মসজিদে জীন, মক্কার ঐতিহাসিক নিদর্শন



শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: মসজিদটি হাজুন পর্বতের নীচে এবং হাজুন ব্রিজের পঞ্চাশ মিটার দূরে অবস্থিত। সূরা জীনের সাথে সম্পর্ক থাকার কারণে মসজিদটিকে জীন মসজিদ নামকরণ করা হয়েছে। এই মসজিদের পাশ দিয়ে একটি ছোট্ট পথ চলে গেছে যাকে জীন মসজিদের সড়ক বলা হয়।
এই মসজিদে সূরা জীন অবতীর্ণ হওয়ার কারণে এটাকে জীন মসজিদ নামকরণ করা হয়েছে। আল্লাহ এই সূরায় বলছেন: জীনরা আল্লাহর আয়াত শুনেছে এবং তার প্রতি ঈমান এনেছে।
যে স্থানে এই আয়াতটি অবতীর্ণ হয় সেখানে এই মসজিদ তৈরি করা হয়। জীনরা এই স্থানে রাসূল(সা.)-এর হাতে বয়াত করেছিল বলে এই মসজিদকে মসজিদুল বয়াতও বলা হয়।
রাসূল(সা.) তায়েফ থেকে ফেরার পথে একটি খোরমা গাছের নীচে বিশ্রাম নেন এবং রাত্রে নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করেন। ঐ সময়ে সাতটি জীন রাসূল(সা.)-এর কুরআন তিলাওয়াত শুনে অন্যদের কাছে গিয়ে খবর দেয়। রাসূল(সা.) এর পরও কয়েকবার সেখানে গিয়ে জীনদেরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। এখানেই সূরা জীনের প্রথম আয়াত অবতীর্ণ হয় এবং রাসূল(সা.)-কে জীনদের ঈমান আনার সংবাদ দেয়।
বর্তমানের মসজিদটিও ঠিক পূর্বের স্থানেই রয়েছে এবং মসজিদটির সংস্কার করার পর বর্তমানে এর আয়তন ৬০০ বর্গ মি.।

Watch these vedio

এক অসাধারণ #না’তসহ দরূদ - বালাগাল উলা বি-কামালিহি: ইতিহাস, অনুবাদ ও তাৎপর্য